রাজবাড়ী সদর উপজেলার চর জৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও কমিটির প্রথম সভা গতকাল ৩১শে মে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম বকুলসহ স্কুলের শিক্ষকবৃন্দ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনে তাদের সকল সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত সভাপতি মোঃ ফিরোজ বিশ্বাস।
এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে ও মেধা বিকাশে যেকোনো সহযোগিতার সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশা ব্যক্ত করেন।