ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা ও ইসরাইলের জাতিসংঘের সদস্য পদ বাতিলের দাবীতে গতকাল ৩১শে মে বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সমাবেশের সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি আব্দুস সামাদ মিয়া।
সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুল হালিম বাবুর সঞ্চালনায় সমাবেশে জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহদাত হোসেন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী বক্তব্য রাখেন।
সমাবেশে সিপিবি’র নেতাকর্মী ছাড়াও ছাত্র ইউনিয়ন ও কৃষক সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমাদের সহযোগিতায় ইসরায়েল ফিলিস্থিনির উপর বর্বর হামলা চালিয়ে আসছে। তারা ফিলিস্থিনির শিশু, নারীসহ সাধারণ মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। জাতিসংঘ আজ নিরব ভূমিকা পালন করছে। সমাবেশে অবিলম্বে ফিলিস্থিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করাসহ ইসরায়েলের জাতিসংঘের সদস্য পদ বাতিলের জোর দাবী জানান।