‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে গতকাল ৮ই জুন সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন।
পরে সদর উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা ভূমি অফিস সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিাস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোছাঃ মোরশেদা খাতুন বক্তব্য রাখেন।
সদর উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটর(ইউডিএফ) নাজিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর(রাজস্ব শাখা) মোঃ খায়রুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিবসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ভূমি বিষয়ে সেবা নিতে আসা উপকার ভোগীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হলো। এ ভূমি সেবা সপ্তাহে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার করা হবে। ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান। নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, আমরা হচ্ছে তার সহযাত্রী। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দেওয়ার পর থেকেই সব সেক্টর ডিজিটালাইজেশন হয়েছে। আগে ভূমি সংক্রান্ত সব কিছুই এনালগ পদ্ধতিতে ছিলো। কিন্তু বর্তমান সব ডিজিটাল হয়েছে। জমির মিউটিশন থেকে শুরু করে খাজনা দেওয়ার পদ্ধতি অনলাইনে হয়েছে। আগে আমরা ক্যাশ টাকার মাধ্যমে খাজনা দিতাম, তারপর আমাদের একটা দাখিলা দেওয়া হতো। এখন আমরা ঘরে বসেই জমির খাজনা দিতে পারছি অনলাইনে। আগে নামজারি বা মিউটিশন এর ক্ষেত্রে সাধারণ মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হতো। কিন্তু এখন অনলাইনে আবেদন করে অনলাইনে টাকা পেমেন্ট করলেই নামজারির কাজ করা যায়। এখন পুরো প্রক্রিয়াটায় অনলাইন হয়ে গেছে। আমরা এখন ড্যাশবোর্ডেই সব দেখতে পাই ৫টি উপজেলায় কয়টা আবেদন পেন্ডিং আছে। এখন আমরা একটা ক্লিকের মাধ্যমেই সব দেখতে পাই। সাধারণত ২৮ দিনের মধ্যে নামজারি হয়ে যায়। ২৮ দিনের মধ্যে নামজারি না হলে কি কারণে পেন্ডিং আছে সেটা আমরা ড্যাশবোর্ডেই দেখতে পাই। বর্তমানে আমাদের রাজবাড়ী সদরে কোন নামজারি পেন্ডিং নেই।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান ৫জন উপকারভোগীর হাতে ডিসিআর তুলে দেন।
উল্লেখ্য যে, ৮ই জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত এ ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে। এ সময় উপকারী ভোগীগণ ভূমি সংক্রান্ত যে কোন ধরণের সেবা জেলার যে কোন ভূমি অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করতে পারবেন।