ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
গোয়ালন্দে এনজিও হেল্প প্রকল্প বিষয়ক অবহিতকরণ সেমিনার
  • আবুল হোসেন
  • ২০২৪-০৬-১১ ১৭:২৫:৪৮

 গোয়ালন্দ উপজেলা পরিষদের সভা কক্ষে গতকাল ১১ই জুন বেসরকারী সংস্থা ‘হেল্থ এন্ড এডুকেশন ফর দি লোকাল আন্ডার প্রিভিলাইজড পিপল’ (হেল্প)-এর প্রকল্প বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

 জানা গেছে, সেভ মাদারহুড থ্রো লাইভলিহুড ইমপ্রুভমেন্ট ফ্যাসিলিটি (সেভ লাইফ) প্রকল্পের সহযোগিতায় এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে সমাজসেবা অধিদপ্তর।

 গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বক্তব্য রাখেন।

 প্রকল্পের কার্যক্রমের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন হেল্প এর রিজিওনাল ম্যানেজার শামীম আহমেদ।

 এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ তৃপ্তি রানী সরকার, গোয়ালন্দ ঘাট থানার এস.আই আশরাফ হোসেন, হেল্প এর গোয়ালন্দ উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ।

 সেমিনারে জানানো হয়, হেল্প সংস্থাটি তার সেভ লাইফ প্রকল্পের অধীনে আগামী তিন বছর গোয়ালন্দ উপজেলায় মা ও শিশু মৃত্যু হার শূন্যের কোঠায় নামিয়ে আনাসহ কমপক্ষে ৯০% গরীব, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমানের সার্বিক উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করবে। এ জন্য সংস্থাটির পক্ষ হতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

 গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের দায়িত্ব গ্রহণ
 রাজবাড়ীতে মৃত্যুবরণকারী ও গুরুতর আহত ৪জন সরকারী কর্মচারীর মাঝে অনুদানের চেক বিতরণ
 খানখানাপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ