রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত ১০ই জুন পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ পিপিএম(সেবা)।
এ সময় কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন রাজবাড়ী জেলার ৫টি থানার অফিসার ইনচার্জবৃন্দ।
অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান ও সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।