রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৩ই জুন সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা শাখার কাব হলিডে ও ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাব হলিডে ও ডে ক্যাম্প পরিদর্শন করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম। পরিদর্শন শেষে তিনি স্কাউটস সদস্যদের মাঝে স্কাউটস সামগ্রী বিতরণ করেন। এ সময় বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী সদর উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।