ঢাকার বংশাল নাজিরা বাজার মিরিনজিল্লা হরিজন কলোনী উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১৫ই জুন বিকাল ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক বিশ্বনাথ বিশু সভাপতিত্বে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি বাসুদেব মন্ডল, সাধারণ সম্পাদক উত্তম দাস হেলা, সাবেক সহ-সভাপতি গৌতম কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা ৪০০ বছর ধরে বসবাসরত ঢাকা বংশাল নাজিরা বাজার মিরিনজিল্লা হরিজন কলোনীতে বসবাসরত উচ্ছেদকৃত হরিজনদের পুনর্বাসন এর ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।