বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনিযুক্ত মহাপরিচালক ও সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত ১৮ই জুন দুপুরে ঢাকা থেকে তার নিজ জেলা কুষ্টিয়ায় গমনকালে রাজবাড়ী সার্কিট হাউজে যাত্রা বিরতি করেন।
এ সময় রাজবাড়ী সার্কিট হাউসে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মহুয়া শারমিন ফাতেমা এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারকগণ, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরপর জেলা পুলিশের চৌকস হাউস গার্ড দল বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনিযুক্ত মহাপরিচালক ও সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে গার্ড অব অনার প্রদান করেন।