ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে রাজবাড়ীতে আসছেন রেলমন্ত্রী
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৬-২২ ১৫:৩৭:১৮

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদিতে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এক দিনের সফরে আজ ২৩শে জুন তার নিজ জেলা রাজবাড়ীতে আসছেন। 

 গতকাল ২২শে জুন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব(উপসচিব) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি সূত্রে এ তথ্য জানা গেছে।

 জানা গেছে, রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম সড়ক পথে পদ্মা বহুমুখী সেতু হয়ে আজ ২৩শে জুন রাজবাড়ী জেলায় আসবেন। সকাল ৭টায় ন্যামভবনস্থ সরকারী বাসভবন থেকে সড়ক পথে পদ্মা বহুমুখী সেতু হয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা আওয়ামী লীগের অনুষ্ঠান শেষ করে তিনি দুপুর ১টা ৩০মিনিটে পাংশা উপজেলাস্থ নিজ বাসভবনে পৌঁছাবেন এবং সেখানেই মধ্যাহ্ন ভোজ করবেন। মধ্যাহ্ন ভোজ শেষ করে কিছু সময় বিশ্রাম নিয়ে বেলা ৩টায় পাংশা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাংশার অনুষ্ঠান শেষ করে বিকাল ৪টায় কালুখালী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বিকাল ৫টায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যা ৭টায় তিনি বালিয়াকান্দি উপজেলা হতে সড়ক পথে(পদ্মা সেতু) হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রাত ১০টায় ঢাকার ন্যাম ভবনস্থ সরকারী বাসভবনে পৌছাবেন।

 সফরকালে মন্ত্রীর একান্ত সচিব, রেলপথ মন্ত্রনালয়ের  জনসংযোগ কর্মকর্তা, মন্ত্রীর সহকারী একান্ত সচিব তাঁর সফরসঙ্গী হবেন বলে জানা গেছে।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ