করোনাকালীন সময়ে যশোর সেনানিবাসের সেনা সদস্যদের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা, মার্কেট/শপিং মল, হাট-বাজার ও সকল প্রকার জনসমাগম এলাকাসমূহে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে উদ্বুদ্ধকরণ, দুস্থ-অসহায় মানুষের মধ্যে ত্রাণ ও কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ বিতরণ, গণপরিবহন চলাচল মনিটরিং, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, খুলনার উপকূলীয় কয়রা এলাকার ক্ষতিগ্রস্ত বেড়ী বাঁধ মেরামতের কাজ অব্যাহত রাখাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা ।