ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
অটোমেটিক ট্রেন স্টপ এন্ড প্রটেকশন প্রযুক্তি বাস্তবায়নের কাজ অব্যাহত----জাতীয় সংসদে রেলমন্ত্রী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৬-২৭ ১৫:৩৩:৪২

রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশ রেলওয়েতে দুর্ঘটনা পরিহারে যেকোনো জরুরী অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থামানোর জন্য অটোমেটিক ট্রেন স্টপ এন্ড প্রটেকশন(এটিএস/এটিপি) প্রযুক্তি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

 গতকাল ২৭শে জুন সংসদে টেবিলে উপস্থাপিত সরকারী দলের সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে রেলওয়ের ১২১টি স্টেশনে কম্পিউটার বেইজড ইন্টারলকিং সিস্টেম(সিবিআই) সিগনালিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। 

 সরকারী দলের অপর সদস্য হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, রেলওয়ের টিকিট কালোবাজারি রোধসহ টিকিটের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে বর্তমানে ব্যাপক চেকিং ব্যবস্থা চালু রয়েছে। শুধু চলতি বছরের এপ্রিল মাসেই রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে চেকিং কার্যক্রমের সংখ্যা ১ হাজার ৬৩৩টি, মামলার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩৪৬টি এবং আদায়কৃত ভাড়া ও বিনা টিকেটের যাত্রীদের কাছ থেকে জরিমানার পরিমাণ ৪ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ৩৮৯ টাকা। 

 স্বতন্ত্র সদস্য সিদ্দিকুল আলমের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে ৩৫৩টি ট্রেন চলাচল করছে। এরমধ্যে আন্তঃনগর ১১২টি, আন্তঃদেশীয় ৬টি, মেইল, এক্সপ্রেস ও কমিউটার ১৩৪টি, লোকাল ৭৫টি, গুডস ও কন্টেইনার ২৬টি।

 
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য ডেসকোর চেয়ারম্যানের নির্দেশনা
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার
সর্বশেষ সংবাদ