রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৯শে জুন সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দকে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, এম মনিরুজ্জামান, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাজিদ হোসেন, সদস্য আবু মুসা বিশ্বাস, এম দেলোয়ার হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ শিহাবুর রহমানসহ জেলায় কর্মরত ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ কামরুল হাসান মারুফ।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের ঊর্ধ্ব বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশি কর্মীরাও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি প্রত্যেকটি মানুষকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। আমাদের দেশের কোন মানুষ যেনো পেছনে পড়ে না থাকে এটা প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। এই জন্য তিনি পেনশন স্কিমটা শুরু করেছেন। যেটার মধ্যে একসময় আমরাও চলে আসবো। এর মধ্যে দিয়ে একই প্যাটানে একই রকম ভাবে সর্বজনীন পেনশন চলবে। যখন একজন মানুষের ৬০ বছর বয়স হয়ে গেলে যখন তার আয় উপার্জন কমে যাবে বা থাকবে না তখন সে যেনো তার সন্তান কিংবা অন্যকারো মুখাপেক্ষী না হয়ে পেনশন স্কিম দিয়ে নিজেরটা দিয়ে নিজে চলতে পারে ও ভরনপোষণ চালাতে পারে সেটা চিন্তা করেই রাষ্ট্র এই পেনশন স্কিমটা চালু করেছে। আমরা এ বিষয়ে নিজেরাও জানার চেষ্টা করি ও অন্যকেও এ বিষয়ে সম্পৃক্ত করবো।
জেলা প্রশাসক আরও বলেন, আপনারা জানেন আমি ঢাকা বিভাগের মধ্যে একমাত্র জেলা প্রশাসক হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। আমার এই শুদ্ধাচার প্রাপ্তির কৃতিত্বের ভাগ সবার। আমার এই প্রাপ্তি জেলার ১১ লাখ মানুষের। আমার শুদ্ধাচার পুরস্কার আমি জেলার সকলের মাঝে উৎসর্গ করলাম।
এর আগে ঢাকা বিভাগের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক শুদ্ধাচার পুরস্কার লাভ করায় রাজবাড়ী প্রেসক্লাব এবং রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।