রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে ৮/৯ জন ডাকাত।
গত ২৮শে জুন দিনগত রাত পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাংশার বহলাডাঙ্গা পশ্চিমপাড়ার ফজলুল হকের মেহগনি বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়ার মোঃ অনাত আলী শেখের ছেলে মোঃ সজল শেখ(২৬), খামারডাঙ্গীর মৃত হানেফ ওরফে পুকাইরের ছেলে নাজমুল(২৫), বাঘারচরের মো. ইবাদত আলীর ছেলে হাফিজুর রহমান(২১), একই এলাকার মোঃ জাহাঙ্গীর মন্ডলের ছেলে মোঃ মারুফ হোসেন(২১) ও বহলাডাঙ্গা দক্ষিণপাড়ার মোঃ সিরাজ মিয়ার ছেলে মোঃ আরিফ মিয়া(২৩)।
পুলিশ জানায়, পাংশা মডেল থানার কয়েকজন কর্মকর্তাসহ সঙ্গীয় ফোর্স এলাকায় ফজলুল হকের মেহগনি বাগান থেকে ডাকাতি করার প্রস্তুতিকালে ৫জন ডাকাতকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/৯ জন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি, ৩টি হাতুড়ি ও ২টি লোহার পাইপ উদ্ধার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।