ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বাণিজ্য মেলার কারণে খেলার অনুপযোগী হওয়া শহীদ খুশি রেলওয়ে মাঠ সংস্কার করছে পৌরসভা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৭-০২ ১৪:৫৮:৪৮

 দীর্ঘদিন বাণিজ্য ও শিল্প মেলার কারণে খেলার অনুপযোগী হয়ে যাওয়া রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ সংস্কার শুরু করেছে পৌরসভা।

 রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় গতকাল ২রা জুলাই পৌরসভা মেয়র মোঃ আলমগীর শেখ তিতু দায়িত্ব নিয়ে মাঠটি সংস্কারের কাজ শুরু করেন।

 জানা গেছে, রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ খুশি রেলওয়ে মাঠ জেলাবাসীর কাছে খুবই পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি মাঠ। রাজবাড়ী শহরের খেলাধুলা বা বিনোদনের জায়গা না থাকায় এই মাঠটিই রাজবাড়ীবাসীর একমাত্র ভরসা। এ মাঠে গত ২১শে মার্চ থেকে শিল্প ও বাণিজ্য মেলার কাজ শুরু হয়। এরপর ২৩শে এপ্রিল মেলার উদ্বোধন হয়। রাজবাড়ী চেম্বার অব কমার্সের উদ্যোগে মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল নারায়ণগঞ্জ জেলার বেনারসি গ্লোবাল ইভেন্টস। গত ১লা জুন মেলা শেষ হয়। মেলার কারণে গত ২১শে মার্চ থেকে এ মাঠে খেলাধুলা বন্ধ হয়ে যায়। ওই দিন দুপুর থেকে মেলার মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়। এর পর থেকে টানা ৭২দিন মাঠটি মেলা পরিচালনা কমিটির দখলে ছিল। তবে মেলা শেষে মাঠ খেলাধুলার উপযোগী না করে দিয়েই রাজবাড়ী ত্যাগ করে বেনারসি গ্লোবাল ইভেন্টের লোকজন। পরবর্তীতে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু মাঠটি পরিষ্কার ও সংস্কারের দায়িত্ব নেন।

 রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, রাজবাড়ী শহরের মধ্যে রেলের মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে খেলাধুলা করে অনেক খেলোয়াড় ভালো ভালো জায়গায় গিয়েছে। এই মাঠে বাণিজ্য মেলা হওয়ার কারণে মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। বর্তমান সময়ে আমাদের বাচ্চারা মোবাইল ও মাদকে আসক্তি হয়ে পড়েছে। মাদক ও মোবাইলের আসক্তি থেকে মুক্তির জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। তাই এই মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলীর সহযোগিতায় আমি মাঠের সংস্করণের কাজ শুরু করেছি। আমরা এই মাঠে পুনরায় খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনবো।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ