ঢাকা শুক্রবার, জুলাই ১১, ২০২৫
কালুখালীতে ভোক্তা অধিকারের তদারকি অভিযানে দই-মুদি দোকানীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৭-১০ ১৫:৩১:২৫

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের তদারকি অভিযানে গতকাল ১০ই জুলাই কালুখালী বাজারে কুমারখালী দধি ভান্ডারকে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে উল্লেখিত দধি ভান্ডারকে এ জরিমানা করা হয়।

 অপর অভিযানে একই বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মা ফাতেমা স্টোরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

 গতকাল বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

 

 

দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
গোয়ালন্দে ফুটবল খেলার মাঠ রক্ষা করলেন ইউএনও নাহিদুর রহমান
সর্বশেষ সংবাদ