ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
কালুখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২৪-০৭-১১ ১৫:১৪:৩৫

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা গতকাল ১১ই জুলাই বিকেলে রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে কালিকাপুর ইউপির শামলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে মৃগী ইউপির ঘাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। 

 অপর ফাইনালে মৃগী ইউপির আলহাজ্ব আফসার উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে কালিকাপুর ইউপির এয়াকুব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

 খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী ও মুক্তিযোদ্ধা আকামত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

 পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি প্রদান করা হয়।

 
বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ