রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর আবাসনে বিল ভিউ বিনোদন পার্ক এন্ড রেস্টুরেন্টের ভেতর ঢুকে আশিকুর রহমান কায়েস নামে এক যুবককে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় মামলা করে সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন রেস্টুরেন্টের মালিক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ আব্দুল কাদির।
গত ১১ই জুলাই আসামীরা আদালত থেকে জামিন নিয়ে এসেই মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ আব্দুল কাদির ও তার ছেলে আশিকুর রহমান কায়েসকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।
এর আগে গত ৯ই জুলাই মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ আব্দুল কাদির তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান “বিল ভিউ বিনোদন পার্ক এন্ড রেস্টুরেন্ট”-এর ভেতর ডুকে তার ছেলে আশিকুর রহমান কায়েসকে মারপিটের ঘটনায় ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
আসামীরা হলো- বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া গ্রামের আতিয়ার মিয়া(৪৫) ও জেলাল মিয়া(৫০), একই এলাকার রানা(৩০), ফজলু মিয়া(৩৫), হাসান মিয়া এনামুল(৩০) ও নান্নু বিশ্বাস(৩৫)।
এর আগে গত ৮ই জুলাই মাটি ব্যবসায়ী জেলাল মিয়ার নেতৃত্বে অন্য আসামীরা রেস্টুরেন্টে প্রবেশ করে আশিকুর রহমান কায়েস ও রেস্টুরেন্টের কর্মচারী সাজ্জাদ হোসেনকে এলোপাতাড়ি মারপিট করে।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাটি ব্যবসায়ী জেলাল মিয়া বিভিন্ন সময়ে দলবদ্ধভাবে ওই হোটেল গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। খাবার খেয়ে হুমকি-ধামকীর পর সামান্য কিছু টাকা দিয়ে চলে যেতো। এতে হোটেল মালিকের ছেলে আশিকুর রহমান কায়েস অতিষ্ঠ হয়ে তাদেরকে হোটেলে আসতে নিষেধ করায় তারা তাকে হুমকি দিত। ঘটনার আগে হঠাৎ মাটি ব্যবসায়ী জেলাল মিয়া লোকজন নিয়ে রেস্টুরেন্টের সামনে কলাগাছ লাগাতে গেলে আশিকুর রহমান কায়েস প্রতিবাদ করে। এসময় উল্লেখিতরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আশিকুর রহমান কায়েস ও রেস্টুরেন্টের কর্মচারী সাজ্জাদ হোসেনকে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আশিকুর রহমান কায়েস বলেন, আসামীরা বিভিন্নভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আসামীদের বাড়ি আমার রেস্টুরেন্টের কাছে হওয়ায় তারা ভয়-ভীতি প্রদর্শন করছে। এখন আমি ঠিকমত রেস্টুরেন্টে যেতে পারছি না।