সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় রাজবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রলীগ।
গতকাল ১৬ই জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজবাড়ী সরকারী কলেজ ও দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে তারা অবস্থান কর্মসূচী পালন করে।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতা ও কর্মীরা রাজবাড়ী সরকারী কলেজে অবস্থান নেয়। ছাত্রলীগের সাথে যোগ দেয় রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুব লীগের সভাপতি মোঃ শওকত হাসান ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেলে নেতাকর্মী মোটর সাইকেল শোডাউন দিয়ে রাজবাড়ী সরকারী কলেজে প্রবেশ করে। এ সময় তারাও ছাত্রলীগের সাথে অবস্থাম কর্মসূচীতে যোগ দেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় দুই ঘন্টা সরকারী কলেজে অবস্থান নেয় এবং বিভিন্ন শ্লোগানে কলেজ ক্যাম্পাস মুখরিত করে তোলে।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ বলেন, সারাদেশে ছাত্ররা বিএনপি ও জামাতের উস্কানিতে কোটা আন্দোলনের নামে বিক্ষোভ করছে। আমাদের ছাত্রদের কাজ হচ্ছে পড়ালেখা করা। জননেত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেটা আগে আমাদের বুঝতে হবে তিনি তার বক্তব্যের মধ্যে কি বুঝাতে চেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্ররা যেভাবে শ্লোগান দিচ্ছে আমরা রাজাকার, আমরা রাজাকার, এই শ্লোগানটা আসলে ভুল। জননেত্রী শেখ হাসিনা এতটুকু বুঝিয়েছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা পড়া লেখা করেই ভালো রেজাল্ট করে। ছাত্ররা যেটা বুঝেছে সেটা পুরোটায় ভুল বুঝেছে। আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে কোটা আন্দোলনকারীদের বোঝানো হচ্ছে। গতকাল সাধারণ শিক্ষার্থীরা আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। মানিকগঞ্জের এক ভাই গতকাল মারা গেছে। এটা খুবই দুঃখজনক। আমাদের যেটা করার না, আমরা সেটাই করছি। কেন্দ্রের নির্দেশনায় আজ আমরা কলেজে কলেজে অবস্থান কর্মসূচী করছি। জেলার প্রতিটি উপজেলার কলেজগুলোতেও অবস্থান কর্মসূচী করার নির্দেশনা আমরা দিয়েছি। যাতে কোনভাবেই বিএনপি ও জায়ামাতের উস্কানিতে ছাত্ররা বের হয়ে যাতে বিক্ষোভ মিছিল বা অরাজকতা সৃষ্টি করতে না পারে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, যারা এই দেশটাকে স্বাধীন করেছে তাদের নিয়ে যখন কোন সংগঠন বিরোধিতা করে, তাদের অবমাননা করে, তাদের বিপক্ষে কথা বলে তখন বাংলাদেশ ছাত্রলীগের বসে থাকার সুযোগ নেই। কোটা সংস্কারের জন্য কিছু শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের সাথে স্বাধীনতা বিরোধী অপশক্তিরাও যোগ দিয়েছে। তাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে কোন রাজাকারের ঠাঁই হবে না। রাজবাড়ী জেলায় রাজাকারের ঠাঁই হবে না। আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। আমাদের লক্ষ্য সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়া। আমরা রাস্তা ঘাটে দুর্ভোগ সৃষ্টি করে এমন কিছু করবো না এবং কাউকে করতেও দিব না। পরীক্ষা বন্ধ করে আন্দোলন করা, প্রতিষ্ঠান বন্ধ করে কোন আন্দোলন করা ও ক্লাস বন্ধ করে কোন আন্দোলন করা যাবে না। আমরা সেটা প্রতিহত করবো।