রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ৩১শে জুলাই দুপুরে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামিম শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, কলেজের আশেপাশে যুবকদের আড্ডা, নদীতে চায়না দুয়ারী দিয়ে মাছ শিকার, অবৈধ ড্রেজিং দিয়ে নদী ও পুকুর থেকে মাটি উত্তোলন, মহাসড়কে ট্রাকে খোলাভাবে বালু মাটি বহন না করা, ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেলসহ যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা, ছিনতাই, মাদকমুক্ত, শিশু ধর্ষণ, উপজেলায় যেকল গতিরোধক ষ্পিডব্রেকার রয়েছে সেগুলো চিহ্নিত করা, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়াতে অভিভাবকদের সমন্বয়ে স্কুলে প্রচার প্রচারণা চালানো, মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা বাড়ানো, সোস্যাল মিডিয়া গুজব ছাড়ানোকারীদের চিহ্নিত করনসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট উপজেলাবাসীকে সতর্ক থাকতে হবে। আমি বিশ্বাস করি উপজেলাবাসী যদি মাদক, সন্ত্রাস, ছিনতাইসহ আইনশৃঙ্খলা ভালো রাখতে এমন বিষয়গুলো সম্পর্কে সচেতন হয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তথ্য প্রদান ও তাদের সাথে একত্রিত হয়ে কাজ করে তবে উপজেলা থেকে অনেক কিছু নির্মূল ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সে জন্য তিনি সকলকে আরো বেশী সচেতন হওয়ার আহ্বান জানান এবং সকলের সহযোগীতা কামনা করেন।