রাজবাড়ীতে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৮ লক্ষ ৫০হাজার টাকার আর্থিক সহযোগিতা পেয়েছে ৪৫জন কঠিন ও জটিল রোগে আক্রান্ত রোগী।
গতকাল ৩১শে জুলাই বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে ৪৫ জন রোগীর হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, এনডিসি নাহিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতিমা চৈতি, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ও ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের বিদ্রেহী আতœার শান্তু কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের কোটা আন্দোলনে দুর্বৃত্তের হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে ও আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আটাশ কোলনী জামে মসজিদের ইমাম সেলিম দেওয়ান।