ঢাকা বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
রাজবাড়ীতে ৪৫ জন রোগীকে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলের চেক বিতরণ দিলেন এমপি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৭-৩১ ১৬:১৮:০৩

 রাজবাড়ীতে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৮ লক্ষ ৫০হাজার টাকার আর্থিক সহযোগিতা পেয়েছে ৪৫জন কঠিন ও জটিল রোগে আক্রান্ত রোগী।
 গতকাল ৩১শে জুলাই বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে ৪৫ জন রোগীর হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।  এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, এনডিসি নাহিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতিমা চৈতি, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 চেক বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ও ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের বিদ্রেহী আতœার শান্তু কামনা করে দোয়া করা হয়।
 এছাড়াও শিক্ষার্থীদের কোটা আন্দোলনে দুর্বৃত্তের হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে ও আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আটাশ কোলনী জামে মসজিদের ইমাম সেলিম দেওয়ান।

 

গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজের অনিয়ম অভিযোগ তদন্তে সরেজমিন দুদকের টিম
রাজবাড়ীতে ঝড়ে রেল লাইনের উপর ভেঙ্গে পড়ল গাছ॥ট্রেন চলাচল বিঘ্নিত
রাজবাড়ী বাজার পরিদর্শনে সাবেক সংসদ সদস্য খৈয়ম
সর্বশেষ সংবাদ