ঢাকা বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৭-৩১ ১৬:২৫:৪৪

রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় গতকাল ৩১শে জুলাই রাতে রাজধানী ঢাকার হেয়ার রোডস্থ তার সরকারী বাসভবনে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান জেলা সদর হাসপাতালের ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। এ সময় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও হিসাব রক্ষক আবু নাসের উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ই জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার অফিস আদেশে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।

গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ তদন্তে সরেজমিন দুদকের টিম
রাজবাড়ীতে ঝড়ে রেল লাইনের উপর ভেঙ্গে পড়ল গাছ॥ট্রেন চলাচল বিঘ্নিত
রাজবাড়ী বাজার পরিদর্শনে সাবেক সংসদ সদস্য খৈয়ম
সর্বশেষ সংবাদ