ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৫
রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৭-৩১ ১৬:২৬:১৪

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল ৩১শে জুলাই সকালে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
 জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে র‌্যালীটি জেলা প্রশাসক আবু কায়সার খানের নেতৃত্বে কালেক্টরেটের আম্রকানন চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
 এরপর অফিসার্স ক্লাব চত্ত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এরপর জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
 পরে অফিসার্স ক্লাবে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী বক্তব্য রাখেন।
 সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় প্রান্তিক চাষীদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা জি এম এ মান্নান ও জেলেদের পক্ষ থেকে ইউনুস হালদার বক্তব্য  দেন।
 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, এনডিসি নাহিদ আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মোঃ লতিফুর রহমান, রাজবাড়ী জেলা কেন্দ্রীয় মৎসজীবী সমবায় সমিতির উপদেষ্টা শচীন্দ্র নাথ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবি ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মৎস্য সম্পদে আমরা ভালো অবস্থানে চলে গেছি। মৎস্য, কৃষি ও প্রাণিজ সম্পদ এই তিনটা সেক্টরে আমাদের সরকারের বিরাট সাফল্য রয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ তার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সার্বিক প্রচেষ্টার ফলেই কিন্তু আজকে আমরা ১৭ কোটি মানুষ পেট ভরে খেতে পারছি। মাছের ক্ষেত্রে মূলত আমাদের তিন ধরণের মাছ থাকে। সামুদ্রিক মাছ, দেশীয় প্রজাতির মাছ ও চাষের মাছ। বর্তমানে আমাদের দেশ থেকে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল ও পানিতে বিষ প্রয়োগের ফলে আমরা দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করে ফেলছি। আমরা চেষ্টা করছি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করার। এজন্য আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি। মোবাইল কোর্ট করছি। আইন-শৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে সচেষ্ট রয়েছে। আমাদের সকলকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করার। মৎস্য সপ্তাহ পালন করার উদ্দেশ্যই হচ্ছে এটা। আমাদেরকে সচেতন করা, জেলেদের সচেতন করা। জেলেদের সচেতন হতে হবে,  আমরা যারা বাজার থেকে মাছ কিনে খাই তাদের সচেতন হতে হবে। চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করা যাবে না। পানিতে বিষ প্রয়োগ করে মাছ মারা যাবে না।
 তিনি আরও বলেন, আজকে সারা দেশে যে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে আর এই মৎস্য ক্ষেত্রে আমাদের বর্তমানে যে সফলতা এসেছে সেটি সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশের প্রতি ভালবাসা, দূরদর্শী চিন্তা-ভাবনা ও মৎস্য ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য। আমাদের সকলেরই মনে রাখা উচিত যে কোন কাজে সফল হতে গেলে বা লাভবান হতে গেলে লাগে একটি সুন্দর পরিকল্পনা ও নিজের কাজের প্রতি ভালবাসা। তবেই মৎস্য চাষসহ যে কোন ক্ষেত্রে সফলতা আসে।
 আজকে যারা রাজবাড়ী জেলায় মৎস্য চাষে সফল হয়েছেন তাদের প্রত্যেকেরই অতীতে একটি সুন্দর পরিকল্পনার কারণে তারা আজ সফল হয়েছেন। আমি আশা করব মৎস্য বিভাগের সকল কর্মকর্তা ও জেলার সকল সফল মৎস্য চাষী তাদের অভিজ্ঞতাকে জেলার তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জেলার তরুণদের মৎস্য চাষে সফল করে তুলবেন। তবেই সেদিন আর বেশী দূরে নয় যেদিন আমরা সারা বিশ্বের মধ্যে মৎস্য উৎপাদনে প্রথম স্থানে যাব।
 অনুষ্ঠান শেষে প্রান্তিক চাষী অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য উন্নয়নে ও মৎস্য উৎপাদনে শ্রেষ্ঠ তিন মৎস্যজীবির হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
 সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র পেলেন যারা- রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়ার বারলাহুরিয়া গ্রামের মোঃ রমজান শেখ, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিএমএ মান্নান ও বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন।
 উল্লেখ্য, গত ৩০শে জুলাই থেকে আগামী ৫ই আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

রাজবাড়ীতে বন্ধুদের সাথে পদ্মায় গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ
রাজবাড়ীতে ইসলামী যুব আন্দোলন জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত
জমে উঠেছে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন
সর্বশেষ সংবাদ