জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে গত ১লা আগস্ট বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে সকল অংশীজনের সমন্বয়ে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মোঃ লতিফুর রহমান খান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব বক্তব্য রাখেন।
এছাড়া মৎস্যজীবীদের মধ্যে ইউনুস মন্ডল, শামীম, সবুজ মন্ডল, আজিজুল মন্ডল ও হারুন বক্তব্য রাখেন। এ সময় মৎস্যজীবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। বিষ প্রয়োগ করে মাছ নিধন করা যাবে না। সবাই মিলে এটা বন্ধ করতে হবে। কারেন্ট জাল, চায়না দুয়ারীসহ অন্যান্য সকল অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধন করা যাবে না। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য সবাইকে সচেতন হতে হবে।