ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-০২ ১৫:৩৫:৫২

রাজবাড়ী ডিবি’র অভিযানে তিনটি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৭ সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছে।

 গতকাল ২রা আগস্ট বিষয়টি জানান জেলা গোয়েন্দা শাখা(ডিবি’র) ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুজ্জামান খান।

 গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সাহের মন্ডল পাড়া গ্রামের আলাউদ্দিন নলিয়ার ছেলে মানিক নলিয়া ওরফে আকাশ(২২), দুদুখান পাড়া গ্রামের বাবু শেখের ছেলে হোসেন শেখ(১৯), ফরিদপুর সদর উপজেলার ২নং চর মাধবদিয়া ইউপির লোকমান খারডাঙ্গী গ্রামের মির্জা মাসুদ রানার ছেলে মির্জা জান্নাতুল পারভেজ(২২), রিয়াজ উদ্দিন মাতুব্বর ডাঙ্গী পাড়ার মোঃ ফারুক হোসেনের ছেলে মোঃ রাফিজ মাহমুদ(১৯), অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর গ্রামের আইয়ুব শেখ ছেলে লিখন শেখ(২৩), গেরদা ইউনিয়নের বাখুন্ডা পশ্চিমপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে তানজিল হাসান শান্ত(২৪) ও ফরিদপুর পৌরসভা ১২নং ওয়ার্ডের ওয়ারলেস পাড়া এলাকার সোহরাব মোল্লার ছেলে সানমুন ইসলাম(২৫)।

 ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, গত ২৬শে জুলাই থেকে ২৭শে জুলাই পর্যন্ত রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী এবং ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটর সাইকেল চুরি এবং চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করে। অভিযানে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছে।

 এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১০জনের বিরুদ্ধে কোর্টে মামলা
 ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার তিন শহীদের তালিকা প্রনয়ণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজবাড়ীতে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ প্রদান
সর্বশেষ সংবাদ