ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
  • আশরাফুল ইসলাম
  • ২০২৪-০৮-০৬ ১৫:৪২:৫৯

প্রিয় রাজবাড়ী জেলাবাসী আসসালামু আলাইকুম, আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক প্রতিহিংসার কর্মকান্ড থেকে বিরত থেকে সৌহার্দ্য পরিবেশ গড়ে তুলুন। তারা ভুল করেছে বলে আমাদেরও করা উচিত না। মহান আল্লাহ তাদের বিচার করে দিচ্ছেন। আমি যেমন আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে সকল অন্যায় অবিচার অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম আগামীতেও থাকবো বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে। বঙ্গবন্ধু তার আওয়ামী লীগকে এসব দুর্নীতিবাজ থেকে বাঁচাতে না পেরে চিৎকার করেছেন। আমিও বঙ্গবন্ধুর সামান্য অনুসারী হয়ে তার কন্যার দেশত্যাগের কয়েক ঘন্টা আগেও সতর্ক করে লিখেছিলাম আপনি অনেক ভুল করে গেলেন। প্রতিশোধ নেয়া বড় কথা না। তাদের অহংকার দাম্ভিকতা অন্যায় অত্যাচার কত ভয়াবহ ছিল তার প্রমাণ দেশবাসী ইতিমধ্যে দেখেছে-জেনেছে। আমি নিজেও আমার নিজ দলের থেকে অনেক তিরস্কার গালিগালাজ শুনেছি। এমনকি ফ্রান্স বাংলাদেশ দূতাবাস আমাকে কালো তালিকাভুক্ত করে দেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট প্রেরন করেছিল। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলি ঠিকই আমার বিষয়ে সবপজিটিভ রিপোর্ট জানে বলেই তারা কিছু করতে পারে নাই। রাজবাড়ীর ডিসি, এসপিকে জিজ্ঞেস করতে পারেন আমি তাদের কি পরামর্শ বা অনুরোধ জানিয়েছি ইতিপূর্বে। প্রবাসে থেকে মিডিয়ায় জানতে পাচ্ছি রাজবাড়ীর ২জন এমপি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারীর বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করে জ¦ালিয়ে দেওয়া হয়েছে! আওয়ামী লীগ অফিস ও নেতাদের বাড়িতে হামলা হচ্ছে! এগুলি আমি সমর্থন করি না। কুকুরে কামড় দিলে তাকে কি কামড় দেয়া শোভা পায়? দুঃখ আমরা ২বার মন্ত্রী পেলাম রাজবাড়ী জেলায়। কিন্তু কেউ ৭/১২ মাসের বেশী টিকলো না। আসুন আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে নতুন বাংলাদেশ গঠন করি। জেলার উন্নয়নে সৎ নেতাদের বাছাই করে অগ্রসর হই। দলমত নির্বিশেষে জেলার উন্নয়নে কাজ করতে হবে। এদেশ আমার আপনার সকলের।

 সকলের মঙ্গল কামনায় -ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম।

 

রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
পবিত্র হজ্ব পালনে সস্ত্রীক মক্কায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী
সোলায়মান আলী যুক্তরাষ্ট্র আ’লীগের সহ-সভাপতি নির্বাচিত
সর্বশেষ সংবাদ