রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করেছে শিক্ষার্থীরা।
গতকাল ১০ই আগস্ট সকালে রাজবাড়ী শহরের প্রেসক্লাব এলাকা থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন তারা।
এরপর তারা ১নং রেলগেট হয়ে রাজবাড়ী বড় বাজারের কাঁচাবাজার, মাছ বাজার, মাংস বাজার, মুরগী বাজার, পান বাজার ও কাঁচামালের আড়ত পট্টিসহ বাজারের বিভিন্ন পয়েন্ট সচেতনামুলক লিফলেট বিতরণ করেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলার সকল স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।