ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত গণি হত্যার বিচার চায় স্ত্রী
  • আশিকুর রহমান
  • ২০২৪-০৮-১০ ১৫:৫৫:৩৮

শেখ হাসিনা সরকারের পতনে আমি খুশি হয়েছি। ভয়ে আগে স্বামী হত্যার বিচার চাইতে পারিনি। এখন আমি অন্তবর্তীকালীন সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।’

 গতকাল ১০ই আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় কোটা সংস্কার আন্দোলনে ঢাকার শাহজাদপুরে সংঘর্ষে গুলিতে নিহত আব্দুল গণি(৪৫) এর স্ত্রী লাকি আক্তার এসব কথা বলেন।

 এ সময় অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী জানিয়ে তিনি আরও বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে আমি দুটি সন্তান নিয়ে খেয়ে না খেয়ে জীবনযাপন করছি। আমি আর্থিক সহযোগিতা চাই। আর সরকারের কাছে দাবী, আমার ছেলেকে যেন একটি চাকরি দেয়া হয়।’

 জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে ঢাকার শাহজাদপুর বাঁশতলা এলাকায় সংঘর্ষ চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল গণি। স্বামী নিহতের পর সময় সংবাদের সঙ্গে কথা হয় আব্দুল গণির স্ত্রী লাকি আক্তারের। সে সময় তিনি স্বামী হত্যার কোনো বিচার না চেয়ে বলেছিলেন, কার কাছে স্বামী হত্যার বিচার চাইব? তবে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার স্বামী হত্যার বিচার দাবী করেন ওই গৃহবধু।

 আব্দুল গণি ওই এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী লাকি আক্তার, ছেলে এইচএসসি পরীক্ষার্থী আলামিন শেখ ও ছয় বছর বয়সী মেয়ে জান্নাত।

 স্বজনরা জানান, রাজধানীর গুলশানে-২ সিক্সসিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন আবদুল গণি। গত ১৯শে জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন গণি।

 পথে শাহজাদপুর বাঁশতলা এলাকায় কোটা আন্দোলন ঘিরে চলমান সংঘাতের মধ্যে পড়েন তিনি। সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘক্ষণ মরদেহ রাস্তায় পড়ে থাকেন গণি। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ