ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
কর্মবিরতি শেষে রাজবাড়ীর সকল থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ॥জনমনে স্বস্তি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-১২ ১৫:১৯:৫৯

 কর্মবিরতি শেষে রাজবাড়ী জেলার ৫টি থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। এতে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে।

 গতকাল ১২ই আগস্ট সকাল ৮টা থেকে থানাগুলোতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে পুলিশ সদস্যদের উপস্থিত ছিল কম।

 এর আগে পুলিশে সংস্কারের দাবীতে কর্মবিরতিসহ সব কর্মসূচী প্রত্যাহার করে আন্দোলনরত পুলিশ সদস্যরা। এ সময় তারা সবাই কাজে যোগ দেওয়ারও ঘোষণা দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল ১১ই আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ উর্র্দ্ধতনদের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা নিশ্চিতসহ দাবী পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর পুলিশ কর্মস্থলে ফিরে আসে। 

 জানা যায়, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য নিহত হন। আহত হন কয়েক হাজার সদস্য।  

 এ ছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর ৬ই আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এর পরিপ্রেক্ষিতে দেশের বেশির ভাগ থানার পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা কর্মবিরতিতে চলে যায়। এতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। ঘটে অগ্নিসংযোগ, ডাকাতি, লুটপাট ও ছিনতাইসহ নানা অপরাধ। এছাড়া সাধারণ মানুষ থানায় বিভিন্ন ঘটনার অভিযোগ জানাতে এসে ফিরে যান। বিষয়টি নজরে আসে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের।

 গত ১১ই আগস্ট দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে পুলিশকে কাজে যোগ দেয়ার আহ্বান জানান অন্তর্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) এম সাখাওয়াত হোসেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর পুলিশে সংস্কারের দাবীতে কর্মবিরতিসহ সব কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান। তারা সবাই কাজে যোগ দেয়ারও ঘোষণা দেন।

 এরই পরিপ্রেক্ষিতে গতকাল ১২ই আগস্ট সকালে রাজবাড়ী সদর থানা, গোয়ালন্দ ঘাট থানা, পাংশা থানা, কালুখালী থানা ও বালিয়াকান্দি থানার কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরেন। তবে এখনো সাধারণ ডায়েরি(জিডি) ও অভিযোগ নেওয়া শুরু না হলেও সড়ক, মহাসড়ক ও পাড়া-মহল্লায় পুলিশের টহল বাড়ানো হয়। শহরের সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্বে ফিরেছে ট্রাফিক পুলিশও। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম বলেন, গতকাল ১২ই আগস্ট সকাল থেকে জেলার ৫টি থানায় কর্মরত পুলিশ সদস্যরা যোগ দেন। এছাড়া পুলিশের টহলও চলছে। সাধারণ মানুষের চাহিদা বিবেচনা করেই পুলিশ আবারও দায়িত্ব পালন করছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।

 
জেলার উন্নয়নে আমরা আন্তরিকভাবে সহযোগী মনোভাব নিয়ে কাজ করবো----নবাগত জেলা প্রশাসক
বাংলাদেশে সাংবাদিকদের আতঙ্কের কিছু নেই; মিডিয়া এখন আগের চেয়ে স্বাধীন-----প্রেস সচিব
রাজবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ