ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ বৃদ্ধি পেয়েছে
  • সোহেল মিয়া
  • ২০২০-১০-১৮ ১৭:০৯:২৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরী চলাচল ব্যাহত হওয়ায় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ বৃদ্ধি পাওয়ায় গোয়ালন্দ মোড় এলাকায় মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ লাইন -মাতৃকণ্ঠ।

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে ফেরী চলাচল ব্যাহত হওয়ায় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ বৃদ্ধি পেয়েছে। 

  নদী পারাপারের অপেক্ষায় শতাধিক পণ্যবাহী ট্রাককে দীর্ঘ সময় ধরে দৌলতদিয়া ঘাট এলাকায় সিরিয়ালে আটকে অপেক্ষা করতে হচ্ছে। এর পাশাপাশি ঘাটের উপর চাপ কমাতে গোয়ালন্দ মোড় এলাকায় মহাসড়কের পাশ দিয়ে একইভাবে কয়েক শত পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে রাখছে পুলিশ। 

  গতকাল ১৮ই অক্টোবর সরেজমিনে গোয়ালন্দ মোড়ে গিয়ে দেখা যায়, নদী পারের অপেক্ষায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় হতে রাজবাড়ীর দিকে প্রায় আড়াই কিলোমিটার জুড়ে ২শতাধিক পণ্যবাহী ট্রাক সারিবদ্ধভাবে আটকে রাখা হয়েছে। এদের বেশীর ভাগই দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করছে।

 

  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ্ রনি বলেন, নানা কারণে গত প্রায় এক মাস ধরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে ফেরী চলাচলে বিঘ্ন ঘটছে। এ জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়ার ৬টি ফেরী ঘাটের মধ্যে ৪টি ঘাট চালু থাকলেও তার একটিতে কিছুটা সমস্যা রয়েছে। তবে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে।    

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ