ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
রাজবাড়ীবাসীর নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে ছিল এবং থাকবে-------পুলিশ সুপার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-১২ ১৫:২২:৩৯

 রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম বলেছেন, রাজবাড়ী জেলা পুলিশ তার সকল কার্যক্রম শুরু করেছে। জেলার মানুষের পাশে জেলা পুলিশ যেমনটি সবসময় ছিলো, ঠিক তেমনি ভবিষ্যতেও থাকবে বলে আশা করছি। জেলাবাসীর নিরাপত্তায় পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।

 গতকাল ১২ই আগস্ট দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 পুলিশ সুপার বলেন, গত ১১ই আগস্ট সন্ধ্যা থেকেই সীমিত পরিসরে আমাদের পুলিশি কার্যক্রম শুরু হলেও গতকাল ১২ই আগস্ট সকাল থেকে পুরোদমেই পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের নিয়মিত যে কার্যক্রম আছে রাত্রিকালীন টহল থেকে যে বিষয়গুলি আছে আমি আশ্বস্ত করতে পারি এই কার্যক্রমগুলো নতুন করে নতুন রূপে শুরু হবে। সুতরাং আমি রাজবাড়ী জেলার মানুষের নিরাপত্তার জন্য আমাদের যা যা করণীয় আমরা সেগুলো নতুন করে শুরু করবো।

 পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম আরো বলেন, আমরা রাজবাড়ী জেলার মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। সংকটকালীন মুহুর্তে আমাদের জেলা পুলিশ রাজবাড়ীর কোন ধরণের স্থাপনা ও জেলার পুলিশ সদস্যদের কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এই সমর্থনটুকু সাথে নিয়ে নতুন করে কাজ শুরু করার যে প্রত্যয় সেটি আমরা ব্যক্ত করছি।

 উল্লেখ্য, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য নিহত হন। আহত হয় কয়েক হাজার সদস্য। এছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর ৬ই আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এর পরিপ্রেক্ষিতে দেশের বেশির ভাগ থানার পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা কর্মবিরতিতে চলে যায়। 

 
রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১০জনের বিরুদ্ধে কোর্টে মামলা
 ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার তিন শহীদের তালিকা প্রনয়ণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজবাড়ীতে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ প্রদান
সর্বশেষ সংবাদ