রাজবাড়ীতে পৌরসভার ইজারাকৃত “ব্যাটারি চালিত অটোরিক্সার” বন্ধ থাকা পৌর পার্কিং ফি পুনরায় আদায়ের দাবীতে গতকাল ১৪ই আগস্ট বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ইজারা গ্রহণকারী মালিকরা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজবাড়ী পৌরসভা থেকে বিপুল পরিমাণের অর্থ দিয়ে তারা হাট-বাজারসহ অটো রিক্সার পার্কিং ইজারা নেন। কিন্তু অনেকেই মনে করে অটো রিক্সা থেকে আমরা চাঁদা আদায় করি। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রায় কোটি টাকা দিয়ে আমরা অটো রিক্সার পার্কিং ইজারা নিয়েছি। যার ফলে প্রতিটি অটো থেকে আমরা রশিদের মাধ্যমে ৩৫টাকা করে পার্কিং ফি আদায় করে থাকি।
কিন্তু ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতন হয়। দেশ অচল ও স্থবির হয়ে পড়ে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই পার্কিং ফি ৩৫ টাকা আদায় করা বন্ধ করে দেন। তারা বলছে এটা একটা চাঁদাবাজি। ইতিমধ্যেই আমাদের আদায়কারীদের কিছু দুষ্কৃতকারীরা হামলা করে ও রশিদ বই কেড়ে নিয়ে ফেলে দেয় এবং তাদের কাছে থাকা টাকা পয়সা নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে ইজারাদার টুটুল মিয়া বলেন, আমরা বৈধভাবে টেন্ডারের মাধ্যমে ইজারাদার নিযুক্ত হই। ভ্যাটসহ মোট ৯০ লাখ ৬১ হাজার ২৫০ টাকা পৌরসভাকে প্রদান করি। আমরা প্রতিটি অটোরিকশা থেকে দিনে একবার করে ৩৫ টাকা পার্কিং ফি নিই। কিন্তু গত ৫ তারিখের পর থেকেই আমাদের সব কালেকশন বন্ধ। ইজারা পাবার পর মাত্র তিন মাস আমরা কালেকশন করেছি। কিন্তু গত ৯দিন ধরে কোন কালেকশন আমরা করতে পারছি না। বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য আমরা এই কালেকশন করতে পারছি। এতে আমাদের অনেক আর্থিক ক্ষতি হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা ৫৩ জন ইজারা মালিক ক্ষতির সম্মুখীন হবো। এছাড়াও ৩৫ জনের মতন কালেকশন ম্যানদের কে না খেয়ে থাকতে হবে।
তারা আরো বলেন, আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই অনতিবিলম্ব আমাদের পৌর পার্কিং ফি আদায় পুনরায় চালু হোক, আর যদি চালু করতে না পারে তাহলে পৌরসভা আমাদের ইজারার টাকা ফিরিয়ে দিক।