রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ই আগস্ট বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, ফরিদ আহম্মেদ আশিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জল মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক রাকিব বিল্লা, কলেজ ছাত্রদলের সভাপতি রাহাত শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম আবু সাঈদ।
এ সময় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।