ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে জন্মাষ্টমীর খরচ কমিয়ে বন্যার্তদের ১লাখ টাকা সহযোগিতা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-২৬ ১৪:৫৮:৪৮

রাজবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের খরচ কমিয়ে সেই টাকা বন্যার্তদের জন্য সহযোগিতা করেছেন জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি।

 গতকাল ২৬শে আগস্ট বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে সনাতন ধর্মাবলম্বী নেতারা সহায়তার ১ লাখ টাকা তুলে দেন।

 জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব জয়দেব কর্মকার বলেন, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা শহর ও উপজেলাগুলোতে শ্রীকৃষ্ণের জন্মতিথি উৎসব উদযাপন হয়েছে। সবউপজেলায় শোভাযাত্রা হয়েছে। দেশের ১১ জেলার বন্যা কবলিতদের সহযোগিতার জন্য উৎসবে খরচ কম করা হয়েছে। অন্য বছরে শোভাযাত্রায় যে বর্ণাঢ্য আয়োজন করা হয়, এবার তা করা হয়নি। এভাবে এবারের প্রতিটি কর্মসূচীতে খরচ কমানো হয়েছে। উৎসবে খরচ কমিয়ে বাঁচানো অর্থ বন্যার্তদের সহযোগিতায় দেওয়া হয়েছে। আমরা দেশের সব মানুষসহ বন্যা কবলিতদের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি।

 জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে রাজবাড়ী জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ১লাখ টাকা দিয়েছে। ত্রাণের এই টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরণ করা হবে। আমি সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ