ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত
  • মীর সামসুজ্জামান সৌরভ/সুজন বিষ্ণু
  • ২০২৪-০৮-২৬ ১৪:৫৯:৫৮

শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম শুভ জন্মাষ্টমী আবির্ভাব তিথিতে গতকাল ২৬শে আগস্ট বিকেলে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মদিন উদযাপন করা হয়েছে। 

 এ উপলক্ষ্যে রাজবাড়ী শহরের লক্ষীকোল পুরাতন হরিসভা মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উদযাপন কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 রাজবাড়ী জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক গণেশ মিত্র’র সভাপতিত্বে ও শ্রীকান্ত বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। 

 আলোচনা সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ নুরুল ইসলাম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অশোক সরকার বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব জয়দেব কর্মকার।

 এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি ও জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাসসহ লক্ষীকোল হরিসভা মন্দির ও জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা বাঙালীরা প্রতি বছরই সবাই মিলে জন্মাষ্টমী পালন করি। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। পৃথিবীতে যখন পাপ বেড়ে গিয়েছিল তখনই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব।

 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আপনাদের সাথে দীর্ঘদিন দেখা হয় না, কথা হয় না বাস্তবতার কারণে। আপনারা আমার খুব কাছের মানুষ। আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক। অনেকেই আজ পৃথিবীতে নেই। আজ শ্রীকৃষ্ণের জন্মদিন। আমরা সকলে মিলেই এখানে এসেছি। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। রাজনৈতিক দল বিভিন্ন সরকারী কর্মকর্তা প্রশাসনসহ আমরা তাদের সাথে আছি। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসঙ্গে অত্যন্ত আনন্দের সাথে এখানে বসবাস করে। আমরা তাদের সাথে আছি। কোন দুষ্কৃতকারী তাদের কোন ক্ষতি করতে পারবে না।

 আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হরিসভা মন্দিরে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী তরুণ-তরুণী বিভিন্ন সাজে সেজে ঢোল-ঢাকে শ্রীকৃষ্ণকে স্বাগতম জানান ভক্তরা।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ