॥ শ্রীকৃষ্ণের জন্মতিথি এবং শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে আগস্ট দুপুরে কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কালুখালীর মদন মোহন জিঁউ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কালুখালী স্টেশন রোড হয়ে রতনদিয়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজয় কুমার বসুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খাঁন, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলমগীর হোসাইন, রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, কে.এম. আইনুল হাবিব, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, আলমগীর হোসেন ও জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।