ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালী উপজেলার কালিকাপুরে আঃ রাজ্জাককে নতুন প্যানেল চেয়ারম্যান করে ইউএনও’র কাছে প্রস্তাবনা
  • জুয়েল সরদার
  • ২০২৪-০৯-০১ ১৫:০৯:১২

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নবাবের প্রতি অনাস্থা জানিয়ে নতুন প্যানেল চেয়ারম্যান গঠনের জরুরী সভা করেছে ইউনিয়ন পরিষদের ১১জন সদস্য।

 গতকাল ১লা সেপ্টেম্বর সকালে কালিকাপুর ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করা হয়। 

 সভায় কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নবাব ও প্যানেল চেয়ারম্যান আব্দুর জব্বার জুলু ছাড়া পরিষদের অন্যান্য ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

 কালিকাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আনোয়ারের সভাপতিত্বে সভায় ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 জানা গেছে, গত ৫ই আগস্ট সরকার পতনে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নবাব ও প্যানেল চেয়ারম্যান আবদুর জব্বার জুলু পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যাহত হয়ে পড়ে।

 এ অবস্থায় পুরাতন চেয়ারম্যান প্যানেল ইউনিয়ন পরিষদ নমুনা প্রবিধিমালা ২০১৬ এর ১৭ নং প্রবিধানের ৫ উপ-প্রবিধান অনুসারে অভিযোগের ভিত্তিতে প্রবিধান ১৭ এর উপ-প্রবিধান ০১ অনুসরণ করে পরিষদের দুই-তৃতীয়াংশের ভোটে কালিকাপুর ইউনিয়ন পরিষদের গন্যমান্য ব্যক্তিদের সম্মুখে প্রথম সভায় গঠিত চেয়ারম্যান প্যানেল সভাপতি বিলুপ্তি ঘোষণা করেন এবং স্থানীয় সরকার আইন ২০০৩ এর সপ্তম অধ্যায়ের ৩৩ নং ধারার ৪নং উপ-ধারা মোতাবেক নতুন চেয়ারম্যান প্যানেল তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়নের সদস্য মোঃ আব্দুর রাজ্জাককে প্যানেল চেয়ারম্যান করার প্রস্তাবনা গ্রহণ করেন। পরে সভার সিদ্ধান্তের কপি কালিকাপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের কাছে প্রদান করেন।

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ