ঢাকা রবিবার, জুলাই ১৩, ২০২৫
গোয়ালন্দে অটোরিকশা হতে চাঁদা বন্ধের দাবীতে বিক্ষোভ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৯-০৮ ১৫:১০:৩৫

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে অটোরিকশা হতে পৌর পার্কিং ও অটোরিকশা মালিক সমিতির নামে চাঁদা বন্ধের দাবীতে গতকাল ৮ই সেপ্টেম্বর বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা।

 বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা মাঠ চত্ত্বরে অটোরিকশা থামিয়ে বিক্ষোভ মিছিল বের করে চালকেরা।  

 মিছিলটি মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে হয়ে পৌরসভায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইরে থাকার কারণে বিকাল ৪টা পর্যন্ত মাঠেই অটো নিয়ে অপেক্ষা করেন তারা। পরবর্তীতে বিকালে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে বসে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নেন। 

 এ সময় অটোরিকশা চালকরা অভিযোগ করে বলেন, গত ৫ই আগস্ট নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার পরে কোথাও চাঁদা দিতে হয় না। কিন্ত গোয়ালন্দ অটোরিকশা চালাতে গেলে পৌর পার্কিং বাবদ ২৫ টাকা এবং অটোরিকশা মালিক সমিতির নাম করে দিতে হয় ১০ টাকা। দৌলতদিয়া ঘাটে প্রতিবার অটো নিয়ে গেলেই দিতে হয় ১০ টাকা।

 তারা অভিযোগ করে আরও বলেন, অটোরিকশার চাঁদা না দিলে মারধর করে পুলিশের কাছে দিয়ে মামলা দেয়ার ভয়ভীতি দেখানো হয়।

 এ সময় তারা তাদের দাবীগুলো জানান। দাবিগুলো হলো- পৌর পার্কিং এর নামে চাঁদা বন্ধ করতে হবে, মালিক সমিতির চাঁদা বন্ধ করতে হবে, দৌলতদিয়া টার্মিনালের চাঁদা বন্ধ করতে হবে, পুলিশ ডিউটি ব্যবস্থা বন্ধ করতে হবে ও হাইওয়ে পুলিশ অটো ধরে ২৬০০ টাকা চাঁদা বা মামলা বন্ধ করতে হবে।

 এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আমরা বিকালে অটোচালকদের সাথে বসেছিলাম, তাদের দাবীগুলো শুনেছি। আজ পৌরসভায় প্রশাসক  আসেননি বলে তাদের সমস্যা সমাধান করতে পারিনি। আমরা ৩দিনের সময় নিয়েছি। আগামী ১০ই সেপ্টেম্বর পৌরসভার প্রশাসক আসলে বসে তাদের সমস্যাগুলো সমাধান করা হবে।

 
কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ