ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
একই পদে দুই গ্রেডের বৈষম্যের অবসান দাবিতে রাজবাড়ীতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অডিটররা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৯-০৯ ১৪:৫৫:১১

 একই পদে দুই গ্রেডের বৈষম্যের অবসান চেয়ে রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছে অডিটররা।

 উচ্চ আদালতের রায়ের পরও অডিটর পদকে ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণ না করায় বৈষম্য নিরসনকল্পে ১দফা দাবি জানিয়েছেন তারা।

 কর্মসূচির অংশ হিসেবে অডিটর পদকে ১১তম গ্রেড হতে ১০তম গ্রেডে উন্নীতকরণের লক্ষ্যে সারাদেশের ন্যায় রাজবাড়ী হিসাব রক্ষণ অফিসে অডিটররা গতকাল ৯ই সেপ্টেম্বর সকালে কর্মবিরতি পালন করে। 

 কর্মবিরতিকালে অডিটর প্রদীপ কুমার মন্ডল, অডিটর ফিরোজ আহমেদ, অডিটর মোঃ জহিরুল ইসলাম ও জুনিয়র অডিটর তানজিয়া আক্তার উপস্থিত ছিলেন।

 আন্দোলনকারীরা জানান, সিএজির আওতাধীন তিনটি হিসাব সার্কেল ও ১৭টি অডিট অধিদফতরে প্রায় ৬ হাজার অডিটর কর্মরত রয়েছে। অডিটর পদের বেতন স্কেল ১০তম গ্রেডে উন্নীত করার দাবির ভিত্তিতে সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগে দায়েরকৃত সিভিল রিট পিটিশন থেকে ২০১৬ সালের ২রা ফেব্রুয়ারী রায় প্রদান করা হয়। রায়ে অডিটর পদটিকে ১০তম গ্রেডে উন্নীত করার কথা বলা হলেও ২০১৮ সালের ২৩শে ডিসেম্বর রিট মামলার পক্ষভুক্ত ৬১ জন অডিটরের বেতন গ্রেড ১১তম গ্রেড হতে ১০তম গ্রেডে উন্নীত করা হয়। বাকি অডিটররা ১১তম গ্রেডে থাকার কারণে বৈষম্যের সৃষ্টি হয় বলে জানানো হয়।

 উক্ত দাবির প্রেক্ষিতে সিএজি কার্যালয় হতে ২০২৪ সালের ১২ই আগস্ট অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর মামলার পক্ষভুক্ত অডিটরসহ “অডিটর পদ” কে ১১তম গ্রেড হতে ১০তম গ্রেডে উন্নীত করার জন্য সুপারিশসহ অনুরোধ করা হয়। পরদিন ১৩ই আগস্ট অর্থ মন্ত্রণালয় হতে আইন ও বিচার বিভাগের সচিব বরাবর “অডিটর পদ” কে ১১তম গ্রেড হতে ১০তম গ্রেডে উন্নীত করা যাবে কিনা সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়। আইন ও বিচার বিভাগ ২০ তারিখে আইন উপদেষ্টার স্বাক্ষরসহ ‘অডিটর পদকে ১১তম গ্রেড হতে ১০তম গ্রেডে উন্নীত করা যেতে পারে” মর্মে সুপারিশসহ মতামত প্রদান করে। অতঃপর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আইন ও বিচার বিভাগের সুপারিশ অনুযায়ী অডিটর পদকে ১০তম গ্রেডে উন্নীত করার পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পত্র পাঠানো হলেও অদৃশ্য কারণে প্রায় ৩ সপ্তাহ অতিক্রান্ত হওয়া সত্ত্বেও উচ্চ আদালতের রায়কে অবমাননা ও আইন উপদেষ্টার মতামতকে উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক অডিটর পদকে ১০তম গ্রেডে উন্নীতকরণের জন্য এখনও পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

 এ বিষয়ে সিএজি অফিসে যোগাযোগ করা হলে তারা বলে, এটি এখন অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়, আমাদের কিছু করণীয় নেই। ফলে দীর্ঘদিনের বৈষম্যমূলক ব্যবস্থা দূর করার পদক্ষেপ থমকে আছে এবং অডিট এন্ড একাউন্টস বিভাগের অডিটরদের মধ্যে হতাশা বিরাজ করছে বলে জানানো হয়।

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ