রাজবাড়ী জেলার কালুখালীতে পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই সেপ্টেম্বর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ কর্মশালার উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজিম উল ইসলাম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আবু রায়হানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন।
 
            
 
                      
                         


 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    