রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন গতকাল ১০ই সেপ্টেম্বর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
নবাগত পুলিশ সুপার বলেন, জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। প্রত্যেকের ব্যক্তি নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। সকল নাগরিকের মানবাধিকারসহ সাংবিধানিক যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা। জনগণকে অযথা হয়রানী ও মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া।
পুলিশ সুপার বলেন, জুলাই ও আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছিলো। এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করছি। গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থা ছিল সেই তুলনায় রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আমি এখানে যোগদান করেই সেটা জানতে পেরেছি। এটার কৃতিত্ব রাজবাড়ী জেলার জনগণের।
তিনি আরও বলেন, আপনারা জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের পুলিশের সকল কার্যক্রম বন্ধ ছিল। চেইন অব কমান্ড মোটামুটি ভেঙে গিয়েছিল। ইনশাআল্লাহ নতুন সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে, তারা তাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। ছাত্র জনতার রক্তে ভেজা এই নতুন বাংলাদেশ আমরা যেটা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের ও আমাদের সবার। ছাত্র জনতার বিরলতম অর্জনের এই দেশকে বৈষম্যহীন, কল্যাণময় ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সকলেই কাজ করে যাবো। আপনারা আমাদের পাশে থাকবেন।
পুলিশ সুপার বলেন, আমি অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে। আমার রক্তে মিশে আছে মাটির গন্ধ। তাই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, জনগণের সেবক হয়ে দায়িত্ব পালন করে যেতে চাই। আপনারা আমার পাশে থাকবেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলার ৩২তম পুলিশ সুপার হিসেবে গত ৮ই সেপ্টেম্বর সকালে যোগদানের পর দায়িত্বভার গ্রহণ করেন ২৫তম বিসিএস(পুলিশ) ক্যাডারের মোছাঃ শামিমা পারভীন। তিনি বিদায়ী পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।
নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন রাজবাড়ীতে যোগদানের পূর্বে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। একইদিন সকালে বিদায়ী পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম-সেবা ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার হিসেবে যোগদানের জন্য রাজবাড়ী ত্যাগ করেন।
 
            
 
                      
                         


 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    