ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা॥স্বামী কারাগারে
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৯-২৩ ১৫:৩৬:২৪

 মাদক সেবনের টাকা না পেয়ে শ্বাসরোধ করে গৃহবধু বন্যা খাতুন (৩০)কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোঃ রশিদ শেখ(৩৫) এর বিরুদ্ধে।
 গতকাল ২৩শে সেপ্টেম্বর ভোরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 ঘটনার পর স্বামী রশিদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে পুলিশের কাছে হত্যাকান্ডের কথা স্বীকার করে। এ ঘটনায় নিহতের ভাই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করলে পুলিশ রশিদকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
 নিহত বন্যা খাতুন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোরাহাব মন্ডলের পাড়া গ্রামের হানু প্রমানিকের মেয়ে।
 হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল পৌনে ৬টার দিকে বন্যার স্বামী মোঃ রশিদ শেখ বন্যাকে হাসাপাতালে নিয়ে আসে। এরপর জরুরী বিভাগের চিকিৎসক বন্যাকে মৃত ঘোষণা করেন।
 নিহত বন্যার ভাই মোঃ সাইফুল বলেন, আমার বোনের স্বামী রশিদ শেখ নিয়মিত নেশা করতো। নেশার টাকা না পেলে সে আমার বোনকে প্রায়ই নির্যাতন করতো। টাকা-পয়সার জন্য চাপ দিত। আমার বোনের সাথে রশিদের ৯বছর আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের পরই আমার বোনের সাথে প্রায়ই ঝগড়া হতো তার শ্বশুর বাড়ির লোকদের। এর আগেও রশিদ একবার আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিলো। সেবার কোন মতে প্রাণে বেঁচে যায় আমার বোন।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, মাদক সেবনে টাকা না দেওয়াই রশিদ তার স্ত্রী বন্যাকে নিজ বাড়ির শয়ন কক্ষে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ রশিদ শেখকে আটক করলে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে। এ ঘটনায় নিহতের আপন ভাই বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে আমরা রশিদকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

 

রাজবাড়ীতে গাছ সুরক্ষার জন্য পেরেক অপসারণ কর্মসূচী শুরু
 কালুখালীতে মোবাইল কোর্টে মরা মুরগীর মাংস বিক্রেতাকে জরিমানা
 গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজী॥৬জনকে আটকের পর জরিমানা
সর্বশেষ সংবাদ