ঢাকা বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
রাজবাড়ীতে গরুর চেয়ে ছাগল বেশি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-২৭ ১৬:০৭:০১

 আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজবাড়ী জেলায় খামারিরা চাহিদার চেয়ে বেশি প্রস্তুত করেছে গবাদি পশু। এদিকে জেলার সর্বত্র জমে উঠতে শুরু করেছ কোরবানির পশুর হাট।
 রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় আসন্ন ঈদুল আযহায় কোরবানির জন্য ৫৫ হাজার ৭৫০ টি পশুর চাহিদা রয়েছে। আর কোরবানির উপযোগি ৮৯ হাজার ৫৬৬টি পশু প্রস্তুত করা হয়েছে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে অন্ততঃ ৩৩ হাজার ৮১৬টি পশু দেশের বিভিন্ন এলাকার কোরবানির পশুর হাটে পাঠানো যাবে। এ বছর জেলার ৭হাজার ৭০৮টি ছোট বড় খামারে কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে।
 জানা গেছে, জেলায় এ বছর কোরবানি যোগ্য গরু প্রস্তুত হয়েছে ৩০ হাজার ১১৭টি, মহিষ ২৩২টি, ছাগল ৫৮ হাজার ৭৪০টি, ভেড়া ৪৭৩টি ও অন্যান্য পশু ৪টি প্রস্তুত হয়েছে। অর্থাৎ গরু থেকে ছাগল বেশি প্রস্তুতি হয়েছে ২৮হাজার ৬২৩টি। এ বিষয়ে বিস্তারিত-
 রাজবাড়ী সদর উপজেলা ঃ এ উপজেলায় মোট কোরবানি যোগ্য পশু প্রস্তুত হয়েছে ২১ হাজার ৮৬৫টি। গরু ৭ হাজার ৪৭১টি, মহিষ ৯টি, ছাগল ১৪ হাজার ৩২৭টি, ভেড়া ৫৭টি ও অন্যান্য ১টি। সদর উপজেলায় চাহিদা রয়েছে ১৫ হাজার ৪৬০টি পশু। উদ্বৃত্ত থাকবে ৬ হাজার ৪০৫টি পশু।
 পাংশা উপজেলা ঃ এ উপজেলায় মোট কোরবানি যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে ১৯ হাজার ৭১৭টি। এর মধ্যে গরু ৬ হাজার ৯৪৬টি, মহিষ ৭৮টি, ছাগল ১২ হাজার ৬০৫টি, ভেড়া ৮৮টি। পাংশা উপজেলায় চাহিদা রয়েছে ১৪ হাজার ৫৭৫টি পশু। উদ্বৃত্ত থাকবে ৫ হাজার ১৪২টি পশু।
 বালিয়াকান্দি উপজেলা ঃ এ উপজেলায় মোট কোরবানি যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে ১৭ হাজার ৫৮১ টি। এর মধ্যে গরু ৫ হাজার ৮৭২টি, মহিষ ৫টি, ছাগল ১১ হাজার ৬৭০টি, ভেড়া ৩৪টি। এ উপজেলায় চাহিদা রয়েছে ৮ হাজার ৭৪৫টি পশু। উদ্বৃত্ত থাকবে ৮ হাজার ৮৩৬টি পশু।
 গোয়ালন্দ উপজেলা ঃ এ উপজেলায় মোট কোরবানি যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে ১৩ হাজার ১০৮টি। এর মধ্যে গরু ৪ হাজার ১৭০টি, মহিষ ২টি, ছাগল ৮ হাজার ৭৭৫ টি, ভেড়া ১৬২ টি। এ উপজেলায় চাহিদা রয়েছে ৬ হাজার ২৫৫ টি পশু। উদ্বৃত্ত থাকবে ৬ হাজার ৮৫৩ টি পশু।
 কালুখালী উপজেলা ঃ এ উপজেলায় মোট কোরবানি যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে ১৭ হাজার ২৯৫টি। এর মধ্যে গরু ৫ হাজার ৬৫৮টি, মহিষ ১৩৮টি, ছাগল ১১ হাজার ৩৬৪টি, ভেড়া ১৩২টি। এ উপজেলায় চাহিদা রয়েছে ১০ হাজার ৭১৫টি পশু। উদ্বৃত্ত থাকবে ৬ হাজার ৫৮০টি পশু।
 রাজবাড়ী জেলায় এবার ২৯টি হাটে কোরবানির পশু কেনাবেচা হবে। যার মধ্যে ২০টি স্থায়ী ও ৯টি অস্থায়ী হাটে বেচাকেনা হবে কোরবানির পশু। হাটগুলোতে পশুর স্বাস্থ্য তত্ত্বাবধান ও রোগ নির্ণয়ের জন্য ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করবে।
 একাধিক খামারি বলেন, প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খৈল, ধানের কুঁড়া ও ভুট্টা দিয়ে খাওয়ানোর মাধ্যমে খামারে পশু মোটাতাজা করণ করা হয়েছে। গো-খাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় বেড়েছে পশু মোটাতাজাকরণে খরচ। পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছর পশুর দাম বেশি। অন্য দিকে বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দামের কারণে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে কোরবানীর পশু।
 কুঠির হাট বাজারের গো-হাটের ইজারাদারের পক্ষের মোঃ মামুন হাওলাদার বলেন, বছরের প্রতি সপ্তাহের শনিবার এ হাটে পশু বেচা কেনা করা হয়। ঈদকে কেন্দ্র করে বুধবার, শুক্রবার ও শনিবার হাট বার রয়েছে। বাজারে পর্যাপ্ত কোরবানির পশু উঠলেও ক্রেতার সমগম কম। এ হাটে পশু ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও হাট কমিটির পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, পুলিশ সুপারের নির্দেশে জেলার সকল পশুর হাটে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও পশু ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তায় মলমপার্টি, ছিনতাইকারী, জাল নোট ব্যবহারকারীদের ধরতে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে। কোরবানির পশুর হাট বিশেষ নজরদারিতে রাখা হবে।
 এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার  জানান, কোনোভাবেই সরকার নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত হারে খাজনা আদায় করা যাবে না। এ বিষয়ে প্রমাণসহ কোনো অভিযোগ পেলে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োগ করা হবে। এছাড়াও কোরবানির পশু বেচাকেনার সময় জাল টাকার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

পবিত্র ঈদুল আযহা আগামী ৭ই জুন
এনসিপি’র নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
কোরআন সুন্নাহর আলোকে ইনসাফপূর্ণ মানবিক রাষ্ট্র কায়েমে জামায়াতে ইসলামী কাজ করছে--নূরুল ইসলাম
সর্বশেষ সংবাদ