ঢাকা বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
চন্দনীতে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি ও কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-২৭ ১৬:০৩:৩০

 রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসষ্ট্যান্ড বনিক সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ও তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ২৭শে মে সকাল সাড়ে ১০টায় চন্দনী বাসস্ট্যান্ডে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজবাড়ী সরকারী কলেজের সাবেক ভিপি আব্দুল মালেক শিকদার, চন্দনী ইউনিয়ন বিএনপি নেতা আবুল হোসেন খান, বিএনপি নেতা নাজিমুদ্দিন মোল্লা, প্রফেসর আব্দুস সালাম মন্ডল, ব্যবসায়ী সুলতান আহমেদ শুকুর, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক আরত, স্থানীয় মোতালেব হোসেন মীর, মতিউর রহমান মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ ও একে আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
 মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গ্রামে গত ২৩শে মে দিনগত রাত ২টার দিকে ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। সংঘবদ্ধ ডাকাত দল বিশ্বনাথের ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে অস্ত্রের মুখে ওই বাড়ী থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে চন্দনীবাসী এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন দুর্ধর্ষ ডাকাতি এর আগে কখনো হয়নি। আমরা বলতে চাই স্থানীয়দের মদদ না থাকলে এমন দুর্ধর্ষ ডাকাতি সম্ভব হতো না। ডাকাত দলের সদস্যরা আমাদের আশপাশ দিয়েই ঘুরছে। তাই আমরা প্রশাসনের কাছে বলতে চাই আপনারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদলকে গ্রেপ্তার করুন। তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসুন।
 উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গ্রামের ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ীতে গত ২৩শে মে দিনগত রাত ২টার দিকে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। সংঘবদ্ধ ডাকাত দল বিশ্বনাথের ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে অস্ত্রের মুখে ওই বাড়ী থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়ে যায়। পরে বিশ্বনাথকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজধানীর একটি হাসপাতালে রেফার করে। পরে রাজবাড়ী সদর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

পবিত্র ঈদুল আযহা আগামী ৭ই জুন
এনসিপি’র নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
কোরআন সুন্নাহর আলোকে ইনসাফপূর্ণ মানবিক রাষ্ট্র কায়েমে জামায়াতে ইসলামী কাজ করছে--নূরুল ইসলাম
সর্বশেষ সংবাদ