ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
কালুখালীতে বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি
  • মোখলেছুর রহমান
  • ২০২৪-০৯-২৪ ১৫:৪০:২২

 রাজবাড়ী জেলার কালুখালীতে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষায় বৈষম্য দূরীকরণ, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে স্মারকলিপি পেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২৪শে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারী মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 এতে পাংশা কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও আখরজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, এ জেড এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী, মাঝবাড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 মানববন্ধনে কালুখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ