ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ী জেলায় সাম্প্রতিক সময়ের আলোচিত পৃথক ৫টি হত্যা মামলার অগ্রগতি নিয়ে এসপির প্রেস ব্রিফিং
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৯-২৫ ১৬:৫৬:৫৯

 রাজবাড়ী জেলায় সাম্প্রতিক সময়ের আলোচিত পৃথক ৫টি হত্যা মামলার অগ্রগতি নিয়ে গতকাল ২৫শে সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন। 

 প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, গত ১৪ই সেপ্টেম্বর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলমন্ডব গ্রামের আসামী রতন খাঁ তার স্ত্রী চামেলীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং চামেলীর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করে। এ ঘটনায় গত ১৫ই সেপ্টেম্বর নিহত চামেলীর বাবা মোঃ আঃ মালেক মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। নিহত চামেলীর সুরতহাল রিপোর্ট দেখে পুলিশের সন্দেহ হলে এজাহারনামীয় একমাত্র আসামী রতন খাঁকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।

 তিনি বলেন, গত ২১শে সেপ্টেম্বর ভোর ৪টায় কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির পর মাথায় করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে নাজমুল নামে এক ব্যক্তি। তবে তার সঙ্গে থাকা নিকটাত্মীয় নজরুল কাজীসহ অপর একজন পালিয়ে যায়। এ সময় নাজমুল স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়। নাজমুল গুরুতর আহত হলে স্থানীয় কয়েকজন ভ্যানে করে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে ফেলে যায়। নাজমুল মোল্লা সেখান থেকে নিজে হেঁটে জরুরী বিভাগে যায় এবং হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরে সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় ২১শে সেপ্টেম্বর রাতেই নাজমুলে স্ত্রী আন্না বেগম বাদী হয়ে ১০০ জনকে অজ্ঞাত করে কালুখালী থানায় হত্যা মামলা করে। ওই ঘটনায় ভিডিও ধারণকারী মূল ব্যক্তি ও হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট সালাম দরিকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। নিহত নাজমুল একজন পেশাদার চোর ছিলেন। তার নামে ডাকাতি ও চুরিসহ ১১টি মামলা রয়েছে।

 পুলিশ সুপার আরো বলেন, গ্রেপ্তার সালাম দরি ২০২৪ সালের ১৮ই মে একটি মারামারি মামলার চার্জশীটভুক্ত আসামী। ২০০৬ সালেও আরেকটি মারামারির মামলা রয়েছে তার নামে।

 অন্যদিকে গত ২২শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালি এলাকার এমদাদুলের চায়ের দোকানের পাশে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চরমপন্থী নেতা সুশীলকে গুলি করে ও কুপিয়ে ফেলে রেখে যায়। পরে সুশীলের ভাই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুশীলকে মৃত ঘোষণা করেন। সুশীল একজন চরমপন্থী দলের এই অঞ্চলের নেতা ছিলেন। তার নামে গোয়ালন্দ ঘাট থানায় হত্যাসহ অস্ত্র আইনের ৭টি মামলা রয়েছে। তিনি ইতোপূর্বে ৫বছর জেলও খেটেছেন। হত্যাকান্ড ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। ময়না তদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভিকটিমের ভাই সুনীল সরকার বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে।

 এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জনি নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। উক্ত জনি দুটি মাদক মামলা, একটি অস্ত্র আইনে মামলা এবং সম্প্রতি ঘটে যাওয়া সবুজ মার্ডার মামলার চার্জশীটভুক্ত আসামী।

 পুলিশ সুপার বলেন, গত ২৩শে সেপ্টেম্বর ভোরে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামে মাদক সেবনের টাকা না পেয়ে শ্বাসরোধ করে গৃহবধূ বন্যা খাতুন(৩০)কে হত্যা করে তার স্বামী মোঃ রশিদ শেখ(৩২)। ঘটনার পর নিহতের স্বামী রশিদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে পুলিশের কাছে হত্যাকান্ডের কথা স্বীকার করে। এ ঘটনায় নিহতের ভাই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করলে পুলিশ রশিদকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এ ঘটনায় রশিদ ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক আদালতে হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

 এছাড়াও গত ২৪শে সেপ্টেম্বর সকাল ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে নিখোঁজের দুই দিন পর শিশু মিনহাজুল শেখ(১২) এর মরদেহ পুলিশ উদ্ধার করে। শিশুটি দুইদিন নিখোঁজ থাকায় তারা বাবা থানায় জিডি করেছিলো। জানা গেছে, মিনহাজ শেখ পার্শ্ববর্তী এলাকার মুক্তার সর্দারের বাগানে মাল্টা খাওয়ার লোভে বাগানে প্রবেশ করতে যায়। কিন্তু মুক্তার সর্দার তার বাগান কাঁটাতারের বেড়ায় বিদ্যুতায়িত করে রাখে। শিশুটি সেই বাগানের বেড়ার বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পরবর্তীতে মৃত দেহ মুক্তার সর্দার ও তার সহযোগীরা ধান ক্ষেতের মাঝখানে ফেলে রেখে দেয়। এ ঘটনায় বাগানের মালিক ও দারোয়ানের বিরুদ্ধে থানায় মামলা নেয়া হয়েছে। আসামীরা পলাতক আছে। গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 

 পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, সাম্প্রতিক সময়ে রাজবাড়ীতে ৫টি হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই হত্যাকান্ড গুলো নিয়ে জেলায় অনেক আলোচনা সৃষ্টি করে। জেলা পুলিশ এই হত্যাকান্ডগুলোর রহস্য উদঘাটন করতে কাজ করছে। ইতিমধ্যেই এই ৫ হত্যাকান্ডে সংশ্লিষ্ট ৪জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে ২জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। এই হত্যাকান্ডগুলোর সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদা কাজ করছে।

 প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, রাজবাড়ী জেলায় এ বছর জেলায় ৪৪৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৮ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে থাকবে ৬জন আনসার সদস্য ও সাধারণ পূজা মন্ডপে নিয়োজিত থাকবে ৪ জন আনসার সদস্য।

 তিনি আরও বলেন, পুলিশের টহল টিম আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করবে। যেকোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি যাতে না ঘটে সে জন্য পুলিশের গোয়েন্দা সংস্থা তথ্য সরবরাহের জন্য কাজ করবে। 

 প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ