ঢাকা রবিবার, অক্টোবর ৬, ২০২৪
দাবী আদায়ে রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন॥স্মারকলিপি পেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৯-৩০ ১৫:০৭:৪১

গ্রাহক সেবার মানোন্নয়ন ও বৈষম্য থেকে মুক্তি এবং সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

 গতকাল ৩০শে সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করে তারা। 
 মানববন্ধন চলাকালে রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতির এজিএম(ইএন্ডসি) আব্দুল্লাহ আল মামুন, এজিএম(এমএস) আব্দুল বাসেত, এজিএম(আইটি) রাসেল আহমেদ, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ, সহকারী স্টোর কিপার মাহমুদুল হাসান, বিলিং সুপারভাইজার এসলিমা খাতুন, মিটার রিডার দাউদ খান, লাইনম্যান আসাদুজ্জামান ও হেমায়েত প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকুরী করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন।  
 এর আগে একাধিকবার বৈঠক করেও সমাধান না হওয়ায় আবারো মানববন্ধনে অংশ নেয় সমিতির সদস্যরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচীসহ আরো কঠোর কর্মসূচী বাস্তবায়নের কথা জানায় সমিতির সদস্য ও নেতাকর্মীরা। 
 এ সময় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ইঞ্জিঃ গোলাম আহম্মদ, পাংশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) আব্দুর রব, এজিএম(প্রশাসন) বিশ্বাস রিয়াজুল হক, বালিয়াকান্দি জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) আলিউল হাসান, গোয়ালন্দ জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) শাহীন আলম, কালুখালী জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) ফিরোজ হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ শহিদুল ইসলাম, এনফোর্সমেন্ট কোঅরডিনেট মোঃ মোখলেছুর রহমান ও জুনিয়ার আইটি নাসিমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 পরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণে রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর লিলিখ স্মারকলিপি প্রদান করেন তারা।

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ঢাকা রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাগণ
 বিশ্ব শিক্ষক দিবসে রাজবাড়ীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ