রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী জেলার ৫টি হাসপাতালে ১০জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। তবে জেলায় এখনও কোন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১০০ শয্যা বিশিষ্ট রাজবাড়ীর জেলা সদর হাসপাতালে নারী ও পুরুষ মিলিয়ে ৭জন চিকিৎসা গ্রহণ করেছেন। জেলার বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৩জন সহ মোট ১০জন রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নারী ও পুরুষ ওয়ার্ডে ৪৭জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। এছাড়া পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৮৭জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
রাজবাড়ী জেলা সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, ভর্তিকৃত বেশির ভাগ রোগীই জেলার বাইরে(ঢাকা) থেকে জ্বরে আক্রান্ত বা ডেঙ্গু শনাক্ত হওয়ার পরই রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
দায়িত্বরত নার্সরা বলেছেন, ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত মশারির ব্যবস্থা করা হলেও রোগীদের সচেতনতার অভাবে তা ব্যবহার না করায় সাধারণ রোগীরা আতঙ্কে রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগী বার বার মশারির খুলে রাখছেন বা মশারির বাইরে চলে আসছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নেওয়া বেশির ভাগ রোগীই চিকিৎসা গ্রহণ করে শংকা মুক্ত হয়ে বাড়ী ফিরেছেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।