ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-০১ ১৫:৩৩:৩৩

মর্যাদাপূর্ণ বার্ধক্য ঃ বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে গতকাল ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 সকালে দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় প্রবীণ হিতৈষী সংঘের ব্যক্তিবর্গ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

রাজবাড়ীর অনেক সমস্যা সমাধানে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে
রাজবাড়ী সফরে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ