জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবীতে বৈষম্য বিরোধী ২৫টি ক্যাডার ঘোষিত সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও মানববন্ধন করেছে বিসিএস জেনারেল এডুকেশন সরকারী কলেজ ইউনিট।
গতকাল ২৯শে ডিসেম্বর বেলা ১১টায় রাজবাড়ী সরকারী কলেজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়
মানববন্ধনে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, উপাধ্যক্ষ প্রফেসর ফকির মোঃ নুরুজ্জামান, বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশন রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের সভাপতি ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আজাদ মন্ডল, রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী আবু হোসাইন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক অদ্বৈত কুমার দাস, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ খান, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শামীমা সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক শ্রাবন্তী সিংহ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কেএম আজাদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ কুতুব উদ্দিনসহ কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন বলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে আমরা মানববন্ধন করেছি। আমাদের মূল অস্তিত্ব সংকটে এসে দাঁড়িয়েছি আমরা। দীর্ঘদিন যাবত শিক্ষা ক্যাডার সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে। তাদের সময়মতন প্রমোশন হয়না, গ্রেড আপগ্রেডেশন হয়না, তৃতীয়, দ্বিতীয় ও প্রথম গ্রেড তারা পাইনা। তারপরও বর্তমানে এর সাথে যুক্ত হয়েছে পরিকল্পনা করা হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার বহিঃভূত করা হবে। শিক্ষা ক্যাডার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্যাডার, এই ক্যাডারকে ক্যাডার বহিঃভূত করা মানে শিক্ষার ভবিষ্যত ধসের দিকে নেমে যাবে। আমরা আশঙ্কিত এ জায়গায়। এজন্য আমরা চাই শিক্ষা ক্যাডারকে শিক্ষা ক্যাডার হিসেবেই শনাক্ত করা হোক এবং শিক্ষা ক্যাডার হিসেবেই স্বীকৃতি দেওয়া হোক। যাতে ভবিষ্যতে অধিক পরিমাণে মেধাবী এই ক্যাডারে আসে এবং মেধা তৈরি হয়। শিক্ষা ক্যাডারকে ক্যাডার বহিঃভূত করলে মেধা আসবে না। মেধা না আসলে শিক্ষার অবস্থা অত্যন্ত নাজুক হবে। ডিএস পদে আমাদের যে প্রাপ্যটা ছিল সেটাও আমাদের চলে যাচ্ছে হাত থেকে। সেখানেও আমাদের জোর দাবী সেটাও যেনো আমাদের ফিরিয়ে দেওয়া হয়।
মানববন্ধনে শিক্ষকরা শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাব প্রত্যাহার ও ডিএস পদে নিয়োগে ৮০ শতাংশ প্রশাসন ও অন্যান্য ২০ শতাংশ কোটা বাতিলের দাবী জানান।