রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির দত্ত মাজাইল গ্রামের কৃষক আব্দুল গফুর মন্ডলের বাড়ির অদূরে সুজানগর মাঠে তার ভোগ দখলকৃত সদ্য রোপনকৃত পেঁয়াজের জমিতে গত ২৭শে ডিসেম্বর রাতে মই দিয়ে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে।
জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন সদ্য রোপনকৃত পেঁয়াজের ১০ শতাংশ জমিতে মই দিয়ে ফসলের ক্ষতিসাধন করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরদিন গত ২৮শে ডিসেম্বর ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গফুর মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ শাহিনুর রহমান গংদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে গতকাল ২৯শে ডিসেম্বর দুপুরে পাংশা মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে এসআই মোঃ কামাল হোসেন বলেন, সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।